খেরসনে রাশিয়ার হামলায় ৩২ জনের মর্মান্তিক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:২০ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২২
রাশিয়ার হামলায় ইউক্রেনের খেরসন অঞ্চলে ৩২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
পুলিশের বরাত দিয়ে আজ রোববার (২৭ নভেম্বর) সকালে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে, গত দুই সপ্তাহ আগে মস্কোপন্থি বাহিনী প্রত্যাহারের পর থেকে খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে বলে শনিবার ইউক্রেনের পুলিশ প্রধান জানিয়েছেন।
ইউক্রেনের পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘প্রতিদিনই চালানো রাশিয়ার হামলা এই শহরকে ধ্বংস করছে এবং শান্তিপূর্ণ স্থানীয় বাসিন্দাদের হত্যা করছে।