মাঙ্কিপক্সের নাম পরিবর্তন করল ‘হু’


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:১৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২২


মাঙ্কিপক্সের নাম পরিবর্তন করল ‘হু’
প্রতীকী ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার মাঙ্কিপক্সের নাম পরিবর্তন করে এমপক্স রেখেছে। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ পদক্ষেপ নেওয়ার কথা জানায় সংস্থাটি। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘চলতি বছরের শুরুতে যখন মাঙ্কিপক্সের বিস্তার হয়েছিল, তখন অনলাইনে ও অন্যান্য মাধ্যমে এবং কিছু সম্প্রদায়ের মধ্যে এটিকে বর্ণবাদী ও কলঙ্কজনক শব্দ হিসেবে ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছি। 


এদিকে বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের সঙ্গে একের পর এক আলোচনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সের প্রতিশব্দ হিসেবে একটি নতুন পছন্দের শব্দ ‘এমপক্স’ ব্যবহার শুরু করবে।