রাশিয়ার তেলের দাম নির্ধারণ করে দিল ইইউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২
রাশিয়ার থেকে তেল কেনার বিষয়ে প্রতি ব্যারেল প্রতি ৬০ ডলার নির্ধারণ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) পোল্যান্ড এ বিষয়ে সমর্থন দেওয়ার পর ইইউভুক্ত দেশগুলো ব্যারেল প্রতি ৬০ ডলারের বেশি দিয়ে তেল কেনা বন্ধ করার ব্যাপারে একমত হয় এবং একটি চুক্তিতে পৌঁছায়।
আগামীকাল রোববার (৪ ডিসেম্বর) ইইউ-এর আইনি জার্নালে এ বিষয়ে বিস্তারিত প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা বলা হয়েছে, চুক্তিটি পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, যার লক্ষ্য মূল্য বৃদ্ধি রোধে বিশ্ব তেলের বাজারকে পুনর্বিন্যাস করা। শেষ মুহূর্তের আলোচনার পর, ইইউ প্রেসিডেন্সি অয়েল হ্যাশট্যাগ সম্বলিত এক টুইট বার্তায় জানায় যে, ‘রাষ্ট্রদূতরা সবেমাত্র রাশিয়ান সামুদ্রিক তেলের মূল্য নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন। ’
এদিকে, রাশিয়ার নিম্নকক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিড স্লুটস্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেছেন, ব্লকটি তার নিজস্ব জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এটি চলমান বাজারের আইনও লঙ্ঘন করছে বলেও দাবি করেন তিনি।
এই মূল্যসীমা নির্ধারণ ‘সময়ের সঙ্গে সামঞ্জস্যযোগ্য’ হবে মন্তব্য করে ইইউ প্রধান ফন ডার লেয়েন টুইটারে বলেন, ‘এটি আমাদের বিশ্বব্যাপী জ্বালানি শক্তির দাম স্থিতিশীল করতে সাহায্য করবে, সারা বিশ্বের উদীয়মান অর্থনীতিগুলোকে উপকৃত করবে। ’