ভারতে বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি, নিহত ৩


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২


ভারতে বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি, নিহত ৩
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কাঁথিতে এক তৃণ্মুল নেতার বাড়িতে বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন। এর মধ্যে  রয়েছেন তৃণমূল নেতা রাজকুমার মান্না। তিনি ওই এলাকার তৃণমূলের সভাপতি। নিহত বাকি দু’জন দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। 


শনিবার (৩ ডিসেম্বর) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে ওই বিস্ফোরণটি ঘটে।


বিস্ফোরণের ফলে তৃণমূল নেতা মান্নাসহ তিনজন প্রাণ হারান স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ভূপতিনগর থানার পুলিশ।


স্থানীয় বাসিন্দারা জানান, এই ঘটনায় নিহত রাজকুমার এবং দেবকুমার সম্পর্কে দুই ভাই। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।


কাঁথি বিজেপির নেতা তাপস কুমার দোলুই বলেন, তৃণমূল নেতার বাড়িতে বোমা বানাতে গিয়ে এই বিপত্তি ঘটেছে। তৃণমূল নেতাসহ দু’জনের মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা আরো খোঁজখবর নিয়ে দেখছি।


অন্যদিকে ভগবানপুরের সাবেক তৃণমূল বিধায়ক অর্ধেন্দু মাইতি বলেন, আমরা এখনো এ বিষয়ে কিছু জানি না। খোঁজ খবর নিচ্ছি। কিছু জানতে পারলেই জানাবো।