যে কারণে সিএনএন থেকে চাকরি হারালো শতধিক কর্মী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩৯ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২
বড় ধরণের ছাঁটাইয়ের মুখে পড়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন’র শতাধিক কর্মী। গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি থেকে একযোগে এত কর্মী ছাঁটাই এ বছরের মধ্যে আর কোথাও ঘটেনি।
শনিবার (৩ ডিসেম্বর) জিও টিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে টেলিভিশনটির সিইও পদে দায়িত্ব গ্রহণ করেন ক্রিস লিক্যাট। তিনি বলেন, চাকরি থেকে ছাঁটাই করা কর্মীরা অনেক দক্ষ ছিলেন। তাদের হারানোটা সত্যিই কষ্টদায়ক।
ছাঁটাই করা কর্মীদের উদ্দেশ্যে সিএনএন’র প্রকাশিত বার্তায় বলা হয়, আপনাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত মাসে প্রতিষ্ঠানটির কর্মীদের সতর্ক করে নতুন সিইও জানান, কর্মী সংকটের মাঝে কাজ করতে হবে।কর্মীদের কাজের উপরই প্রতিষ্ঠানটি টিকে থাকার বিষয়টি নির্ভর করবে।