শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৭:৩৪ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। শনিবার (৩ ডিসেম্বর) এই ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির ভূবিজ্ঞান সংস্থা বিএমকেজি।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল রাজধানী জাকার্তা থেকে ২৮০ কিলোমিটার দূরে। তবে রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১৮ কিলোমিটার গভীরে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকা গারুটে তারা অনুসন্ধান করছে। পশ্চিম জাভার কয়েকটি শহরের বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন।
বিএমকেজির প্রধান দিউকোরিতা কর্নাবতী জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনো আফটার শক অনুভব হয়নি। তবে তারা লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।