ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, জাপানে সুনামির শঙ্কা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, জাপানে সুনামির শঙ্কা
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত | সংগৃহীত

ইন্দোনেশিয়ার ভাজা দ্বীপের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার (৪ ডিসেম্বর) সেমেরু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।


দেশটিতে আগ্নেগিরিতে অগ্ন্যুৎপাতের পর সুনামি হতে পারে বলে আশঙ্কা করেছে জাপান। জাপানেত রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য সুনামির ওপর সতর্ক নজর রাখছে জাপানের আবহাওয়া সংস্থা।


এদিকে, ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ২টা ৪৬ মিনিটে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। রোববার সকালে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, ওই আগ্নেয়গিরির আশপাশের আকাশ ধূসর ছাইয়ের মেঘে আচ্ছন্ন হয়ে আছে।


বিশ্বে যে কয়েকটি দেশে সক্রিয় আগ্নেয়গিরি আছে সেগুলোর মধ্যে একটি হলো ইন্দোনেশিয়া। এখানে প্রায়ই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।য় রোজ খান।