বিপুল খরচে পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৩৬ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২
বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে ডলার ব্যয়ে নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি'র এক প্রতিবেনে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার (৩ নভেম্বর) ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মুহাম্মদ ইসলামি খুজেস্তানের দারখোভিন জেলায় ৩০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের এই নির্মাণ কাজ শুরুর কথা জানান।
তিনি বলেন, এটি নির্মাণে করতে ১৫০ কোটি মার্কিন ডলার থেকে ২০০ কোটি মার্কিন ডলার খরচ হবে। সময় লাগবে সাত বছর।
মুহম্মদ ইসলামি জানান, পাওয়ার প্ল্যান্টটি প্রথমে একটি ফরাসি কোম্পানির নির্মাণ করার কথা ছিল। কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠানটি তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যায়। পরবর্তীতে অন্যান্য দেশগুলো নিষেধাজ্ঞার কারণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সহযোগিতা এড়িয়ে যায়।