কাতার বিশ্বকাপ: কী আছে রেফারিদের হাতে থাকা এই বিশেষ ঘড়িতে?


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৮ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


কাতার বিশ্বকাপ: কী আছে রেফারিদের হাতে থাকা এই বিশেষ ঘড়িতে?
অত্যাধুনিক প্রযুক্তিতে বানানো হয়েছে এই বিশেষ ঘড়ি

চলছে কাতার বিশ্বকাপের উম্মাদনা। বিশ্বকাপের ২২তম এই আসরকে সাজানো হয়েছে প্রযুক্তির সর্বোচ্চ ছোঁয়ায়। নিখুঁত ভিএআর থেকে শুরু করে রেফারিদের হাতে থাকা অত্যাধুনিক ঘড়ি! শুধু সময় দেখার জন্যই এই ঘড়ি ব্যবহার করা হয়, এমন নয়। রেফারিদের হাতে থাকা একেকটি ঘড়ির দাম প্রায় ৫ লাখ টাকা। সঙ্গত কারণেই মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, কী আছে এই অত্যাধুনিক ঘড়িতে? 


সুইজারল্যান্ডের হাবলট ব্র্যান্ডের এই ঘড়িগুলোতে রয়েছে বিভিন্ন ধরণের চিপ। যার মাধ্যমে মুহূর্তের মধ্যেই তথ্য আদান প্রদান করা সম্ভব। শুধু তাই নয়, কোনো খেলোয়াড় অফসাইডে থাকলে, বল গোল লাইন পার হলেও ঘড়ির মাধ্যমে তা জানতে পারেন ম্যাচ পরিচালনাকারী রেফারিরা। এছাড়া ভিএআরের মাধ্যমে রেফারিরা কোনো নির্দেশ দিতে চাইলে কেঁপে ওঠে সেই ঘড়ি।


এই ঘড়িগুলোর একেকটির দাম ৫,৪৮০ ডলার। যা বাংলা টাকায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা। ৪৪ মিমি ডায়াল সাধারণত কালো সেরামিক এবং কালো টাইটানিয়ামের হয়। রেফারিদের পাশাপাশি কাতারে আসা ভিভিআইপি অতিথি এবং প্রাক্তন খেলোয়াড়দেরকেও এই ঘড়ি উপহার দেয়া হচ্ছে। তবে সাধারণ জনতা চাইলেও এই ঘড়ি কিনতে বা নিতে পারবে না। চলতি বিশ্বকাপে মোট ১২৯ জন ম্যাচ পরিচালকের মধ্যে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিএআর রেফারিকেই এই বিশেষ ঘড়ি দেয়া হয়েছে।