রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা কমবে শীতে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৫৬ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা কমবে শীতে
রাশিয়া ইউক্রেন যুদ্ধ- ছবি: রয়টার্স

বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা এমনিতেই কমে এসছে। এটি শীতে আরও কমবে বলে জানিয়েছে একটি গোয়েন্দা সংস্থা।  


গতকাল শনিবার (৩ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ায় একটি সামরিক অনুষ্ঠানে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হায়েন্স জানিয়েছেন, শীত আসলেও রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনারা প্রতিরোধ কার্যক্রম একেবারে কমিয়ে দিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।


তিনি আরও জানিয়েছেন, শীত শেষ হওয়ার আগে রাশিয়া-ইউক্রেন দুই দেশই সামনের দিনগুলোর জন্য নিজেদের প্রস্তুত করবে। বিশেষ করে রাশিয়ার সেনারা। তারা শীত শেষে একটি পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


তিনি আরও জানিয়েছেন, খেরসন শহর থেকে রাশিয়া তাদের সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর উত্তেজনা একেবারেই কমে যায়।

জেবি/ আরএইচ/