ই-ভিসা পেতে বাংলাদেশিদের আঙুলের ছাপ বাধ্যতামূলক


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:১৭ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


ই-ভিসা পেতে বাংলাদেশিদের আঙুলের ছাপ বাধ্যতামূলক
সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রণালয়

পবিত্র উমরাহ পালনের জন্য ই-উমরাহ ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের আঙুলের ছাপ দিতে হবে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, তিউনিশিয়া, কুয়েত এবং মালয়েশিয়ার নাগরিকদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রণালয়।


গতকাল শনিবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। তারা বলেছে, সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, উল্লেখিত পাঁচ দেশের যেসব  নাগরিক উমরাহ পালনে আগ্রহী, তাদের ভিসা পেতে সৌদি আরবের বায়ো অ্যাপ ব্যবহার করতে হবে। ওই অ্যাপে আঙ্গুলের ছাপ এবং সেলফির মাধ্যমে ছবি তুলে ভিসার নিবন্ধন করা যাবে। অন্য সাধারণ অ্যাপের মতো এটিও সহজে মোবাইল ফোনে ব্যবহার করা যাবে।


সূত্র: গালফ নিউজ