সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছে পুতিন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৫০ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- ছবি: রয়টার্স

বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসুস্থ। এদিকে হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছে পুতিন।


সম্প্রতি রাশিয়ার রহস্যময় টেলিগ্রাম চ্যানেল ‘জেনারেল এসভিআর’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।


সংবাদমাধ্যমটি প্রতিবেদনে বলেছে, পুতিন মস্কোর রাষ্ট্রীয় বাসভবনে এমন অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হন। ওই সময় সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি। মেঝে থকে পাঁচ ধাপ উপরে থাকা অবস্থায় পড়ে যান এবং পশ্চাৎদেশে আঘাত পান।


সংবাদমাধ্যমটি রাশিয়ার ওই টেলিগ্রাম চ্যানেলটির বরাতে জানিয়েছে, অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় পড়ে যাওয়ার পর নিজের অজান্তে মলত্যাগ করে দেন পুতিন। পড়ে যাওয়ার পর নিরাপত্তারক্ষীরা তাকে হাত দিয়ে তুলে একটি সোফায় বসান এবং চিকিৎসকদের ডাকেন। তবে পুতিন মারাত্মক আহত হননি। রাতে তার অবস্থা স্থিতিশীল ছিল। নিজে নিজেই হাঁটতে পারছিলেন। তবে বসলে পশ্চাৎদেশে ব্যাথা অনুভব করার বিষয়টি নিয়ে একটু ঝামেলা পোহাতে হয়েছে তাকে।

জেবি/ আরএইচ/