কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৩


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩৪ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে  নিহত ৩
উদ্ধার অভিযান চলছে | ছবি: সংগৃহীত

কলম্বিয়ার একটি সড়কে ভূমিধসে কমপক্ষে ৩ জনের প্রাণহানি হয়েছেন। এই দুর্ঘটনায় আটকা পড়েছে কমপক্ষে আরও ২০ জন।

আজ রবিবার (৫ ডিসেম্বর) সংবাদ সংস্থা খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে দেশটিতে ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বর্ষা ঋতু শুরু হয়েছে। বৃষ্টিসৃষ্ট দুর্ঘটনায় ২৭০ জনের বেশি নিহত হয়েছে।

দেশটির উত্তরপশ্চিমের একটি দূরবর্তী অঞ্চলে একটি বাস ও মোটরসাইকেল ভয়াবহ ভূমি ধসের কবলে পড়ে। এতে কমপক্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে এবং ২০ জন আটকা পড়েন। ক্রু সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।