এক যুবক বিয়ে করলেন ‍দুই বোনকে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩৪ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


এক যুবক বিয়ে করলেন ‍দুই বোনকে
যমজ দুই বোনের একসঙ্গে বিয়ে- ছবি: এনডিটিভি

অতুল নামের এক যুবক যমজ দুই বোনকে একসঙ্গে বিয়ে করেছে। যমজ দুই বোনের নাম পিঙ্কি ও রিঙ্কি। পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।


এদিকে একই ব্যক্তির সঙ্গে দুই বোনের বিয়ের ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের একাংশ যেমন এই বিয়ে নিয়ে ট্রল করতে ব্যস্ত, তখন অনেকেই অতুলকে ‘ভাগ্যবান’ বলছেন। কেউ লিখেছেন, ‌‘ছেলেটির ভাগ্য দেখে হাসব নাকি কাঁদব, ভেবে পাচ্ছি না।’ আবার কেউ দুই বোনের পারস্পরিক বিশ্বাস ও ভালবাসাকে ‘স্যালুট’ জানিয়েছেন।


জানা যায়, অসহায় মা ও দুই বোনের পাশে এসে দাঁড়িয়েছিলেন অতুল নামের ওই যুবক। মায়ের অসুস্থতার সময় তাকে বারবার নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে বিভিন্নভাবে দুই বোন, পিঙ্কি ও রিঙ্কির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অতুল। ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। অতুলের সদাচরণে তাকে মন দিয়ে বসেন যমজ দুই বোন।


ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন পিঙ্কি ও রিঙ্কি। বিয়ের পরেও তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দুজনেই যে একজনকে মন দিয়ে বসবেন, তা হয়ত কেউ কখনো ভাবেননি।

জেবি/ আরএইচ/