অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৪৬ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আজ সোমবার (৫ ডিসেম্বর) বিকালে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে তিনি নিজেই জানিয়েছেন। 


 সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিধিনিষেধ গত অক্টোবরে তুলে নেয়া হয়।


এক বিবৃতিতে অ্যান্থনি আলবানিজ বলেন, ‘পরিবার এবং প্রতিবেশীদের সুস্থ রাখার জন্য অতিরিক্ত সতর্কতা হিসেবে আমি অসুস্থ সবাইকে নমুনা পরীক্ষা করার অনুরোধ করছি।’


এর আগে চলতি বছরের শুরুর দিকে নির্বাচনী প্রচারণার সময় আরেকবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।


জেবি/এসবি