রাশিয়ার দু’টি বিমানঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:২৮ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


রাশিয়ার দু’টি বিমানঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩
বিমান ঘাঁটিতে বিস্ফোরণের পরের অবস্থা

রাশিয়ার সামরিক বাহিনীর ২টি ঘাঁটিতে আণে কমপক্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন ।


রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের রিয়াজান শহরের কাছের একটি বিমানঘাঁটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৩ জন নিহত ও আরও ৬ জন আহত হয়েছেন।


এছাড়া সারাতোভ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে বিস্ফোরণে আরও দু’জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে পৃথক এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।


জেবি/এসবি