ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২
ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে ২ জনের প্রাণহানি হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের ওডেসা অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মাকসিম মারশেঙ্কো। বেসামরিক নাগরিকদের বাড়িঘরের ওপরও ক্ষেপণাস্ত্র আঘাত হানছে বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে ওডেসার বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে বলেও জানান মারশেঙ্কো।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 'আকাশ প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই গুলি করে ভূপাতিত করেছে। জ্বালানি সরবরাহ পুনরায় সচল করার কাজ চলছে'।
জেবি/এসবি