বিক্ষোভের মুখে করোনার বিধিনিষেধ আরও শিথিল করছে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
বিক্ষোভের মুখে রোনার বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে চীন। দেশটির রাজধানী বেইজিং নতুন করে আরও কিছু বিধিনিষেধ শিথিল করেছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সংবাদ সংস্থা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুপারমার্কেট এবং অফিসে প্রবেশের জন্য এখন থেকে আর করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে না।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে শিরোনাম করা হয়েছে, ‘পুনরায় প্রাণ সঞ্চলনের জন্য বেইজিং প্রস্তুত।’ মানুষজন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে বলেও সংবাদে উল্লেখ করা হয়েছে। বেইজিংয়ের বাসিন্দা হু ডংজু (২৭) বলেন, ‘মহামারির পর নতুন জীবন শুরু করতে এটা প্রথম উদ্যোগ।’
জেবি/এসবি