থাইল্যান্ডে বোমা বিস্ফোরণ, নিহত ৩


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৩১ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২


থাইল্যান্ডে বোমা বিস্ফোরণ, নিহত ৩
ঘটনাস্থলে পুলিশের পরির্দশন

থাইল্যান্ডের সমস্যাপূর্ণ দক্ষিণ অঞ্চলে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৪ জন।


স্থানীয় পুলিশ জানায়, মালয়েশিয়া সীমান্তের শঙ্খলা প্রদেশে শনিবারের বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে যাচ্ছিলেন একদল কর্মী। এ সময় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটলে হতাহতের এই ঘটনা ঘটে।


 শনিবারের ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরত্বে এই বোমা পুঁতে রাখা হয়েছিল।


এ প্রসঙ্গে পুলিশের কর্নেল চার্টচাই চানাসিট বলেন, 'আমাদের ধারণা শনিবার থেকে সেখানে বোমা রাখা ছিল।' তবে এটা ছাড়া আর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।