ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হলো বিয়ের আগে শারীরিক সম্পর্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৫১ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
এবার ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হয়েছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক। এমন একটি আইন অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে এই আইন পাস হয়। খবর বিবিসির।
আইনে বলা হয়েছে, বিয়েবহির্ভূত যৌন সম্পর্কের দায়ে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
সমালোচকরা বলেছে, এটি দেশের মানুষের স্বাধীনতার ওপর এক ধরনের আঘাত। তবে নতুন ফৌজদারি এই আইন আগামী তিন বছর কার্যকর হবে না।
আইনটি ইন্দোনেশীয় নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিদেশি—উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। তবে এতে বেশ কয়েকটি ‘নৈতিকতা’ আইনও অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনে অবিবাহিত দম্পতিদের এক সঙ্গে বসবাস এবং যৌন সম্পর্ক স্থাপনকে ‘অবৈধ’ বলে আখ্যা দেওয়া হয়েছে।