আফগানিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৭


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০২ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২


আফগানিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৭
বিস্ফোরণের ঘটনাস্থল

আফগানিস্তানের বালখ প্রদেশে শহরের পাশের রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ জনের প্রাণহানি হয়েছে। নিহতরা সবাই পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারী ছিলেন বলে জানা গেছে। 


মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক কর্মকর্তা এবং বেঁচে হাকা ব্যক্তিরা এ তথ্য জানায়।


সম্প্রতি দেশটিতে বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনা বেড়েছে। এর অধিকাংশেরই দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অব খুরাসান।


একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মঙ্গলবারের বিস্ফোরণটি ঘটেছে স্থানীয় সময় সকাল ৭টার দিকে মাজার-ই-শরিফে। বালখ প্রদেশের পুলিশ বিভাগের মুখপাত্র আসিফ ওয়াজিরির জানিয়েছেন, সাত জন নিহত ও ছয় জন আহত হয়েছে।


জেবি/এসবি