ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হবে: পুতিন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২


ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হবে: পুতিন
ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হবে। কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত সৈন্য সংগ্রহ করার কোনো প্রয়োজনীয়তা দেখছেন না বলে সতর্ক  করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


বুধবার (৭ ডিসেম্বর) ক্রেমলিনের মানবাধিকার কাউন্সিলের একটি টেলিভিশন বৈঠকে পুতিন বলেন, 'বিশেষ সামরিক অভিযানের সময়কাল অবশ্যই একটি দীর্ঘ প্রক্রিয়া হতে পারে।'


অতিরিক্ত সৈন্য সম্পর্কে তিনি বলেন, সেপ্টেম্বর ও অক্টোবরে কমপক্ষে ৩০০,০০০ সংরক্ষিত বাহিনী ডাকার পরে, আরও সৈন্যকে দ্বিতীয়বার সংগঠিত করার দরকার নেই। সেই সময়ের সৈন্য আহ্বানের ওই আদেশ অনেক রুশকে হতবাক করে। হাজার হাজার পুরুষ, ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য সামনের সারিতে যাওয়ার ভয়ে, রাশিয়া থেকে পালিয়ে গেছে। তারা গাড়ি চালিয়ে, বা অন্য দেশে ফ্লাইটের মাধ্যমে চলে যাওয়ার জন্য কখনও কখনও অতিরিক্ত ভাড়া পরিশোধ করেছে।


পুতিন বলেন, যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে ১,৫০,০০০ জনকে এখন ইউক্রেনে মোতায়েন করা হয়েছে, তাদের মধ্যে ৭৭,০০০ সৈন্য যুদ্ধ ইউনিটে এবং বাকিরা প্রতিরক্ষামূলক কার্য সম্পাদন করছে। বাকি ১,৫০,০০০ সৈন্য এখনও প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে।


তিনি বলেন, ‘এই অবস্থায়, কোনো অতিরিক্ত সেনা মোতায়েনর ব্যবস্থা সম্পর্কে কথা বলার কোনো মানে হয় না।’


জেবি/এসবি