চলতি বছরে সংবাদ সংগ্রহকালে বিশ্বজুড়ে ৬৭ সাংবাদিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:০১ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২
চলতি বছরে সংগ্রহ করতে গিয়ে বিশ্বজুড়ে ৬৭ জন সাংবাদিকের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)।
শুক্রবার (৯ ডিসেম্বর) সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বিশেজুড়ে মোট ৬৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হত্যার শিকার হয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৪৭।
সংস্থাটি আরও জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। সেখানে মোট ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ৩৭৫ জন গণমাধ্যমকর্মী কারাগারে রয়েছে। আটকদের বেশির ভাগই চীন, মিয়ানমার, তুরস্ক, ইরান এবং বেলারুশের কারাগারে রয়েছে।
জেবি/এসবি