বিশ্বকাপের বল বদলানো হলো কেন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২২

চলমান বিশ্বকাপে আর মাত্র চারটি ম্যাচ বাকি রয়েছে। দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল। পরের ম্যাচের বল নাকি পরিবর্তন করা হবে বলে জানিয়েছে ফিফা।
তবে ফিফার ওয়াবসাইটে বলা হয়েছে, বলের কাঠামো বা অন্য কোনো ব্যাপারে বদল আনা হয়নি। শুধু ঙ্কশায় সামান্য বদল এসেছে। শেষ চার মায়চের বলে সোনালি আভা দেখতে পাওয়া যাবে। নতুন বলের নাম রাখা হয়েছে ‘আল হিম’, যার অর্থ স্বপ্ন।
এই বলটি তৈরি করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আল হিলম বলে আইএমইউ সেন্সর ব্যবহার করেছে অ্যাডিডাস।
ফিফা জানিয়েছে, নতুন এ বল যুক্ত করার ফলে আরও নিখুঁতভাবে খেলোয়াড়দের অবস্থান নির্ণয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে নির্ভুলভাবে অফসাইড শনাক্ত করা যাবে। বলটি স্থানীয় পরিবেশ ও তাপমাত্রার কথা মাথায় রেখে ডিজান করা হয়েছে।
জেবি/এসবি