বিশ্ববাজারে এক বছরের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৫৮ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২
বিশ্ববাজারে জ্বালের ফের বড় ধরনের দরপতন হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০ শতাংশের ওপরে কমে গেছে।
অপরশোধিত জ্বালানি তেল ছাড়াও ব্রেন ক্রুড তেলের দামেও বড় পতন হয়েছে। এতে গত এক বছরের মধ্যে জ্বালানি তেল সর্বনিম্ন দামে।
এর আগে গত সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ৭৯ দশমিক ৯৭ ডলার। গত সপ্তাহে প্রথম সোমবার এক পর্যায়ে তা বেড়ে ৮২ দশমিক ৩৩ ডলার ওঠে যায়। এর পর থেকেই কমতে শুরু করে।
ধারাবাহিকভাবে কমার ফলে সপ্তাহ প্রতি শেষে ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৭১ দশমিক শূন্য ২ ডলারে। যা গত বছরের ডিসেম্বরের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের এত কম দাম আর দেখা যায়নি।
জেবি/এসবি