অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় ২ পুলিশসহ নিহত ৬


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:২০ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২


অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় ২ পুলিশসহ  নিহত ৬
নিহত দুই পুলিশ কর্মকর্তা

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের প্রত্যন্ত পশ্চিমের ডাউন অঞ্চলের উইয়েমবিলার ওয়েনস রডে বন্দুক হামলায় দুই কর্মকর্তাসহ ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।


স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছ বার্তা সংস্থা রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়েছে, একজন নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে পুলিশ সদস্যা ঘটনাস্থলে যান। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে বাড়ির ভেতর থেকে গুলি ছোঁড়া হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল। তিনি জানান, ৪ জন পুলিশ অফিসার সেখানে গিয়ে ছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে।


জেবি/এসবি