৫০০ বিমান কিনছে এয়ার ইন্ডিয়া
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:১১ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২
কয়েক কোটি ডলার খরচ করে ৫০০ বিমান কেনার পরিকল্পনা করেছে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে,এয়ারবাস ও বোইয়িংইয়ের কাছে ক্রয় করতে পারে এয়ার ইন্ডিয়া। ৪০০টি ছোট বিমান ও ১০০টি বা তারও বেশি বড় আকারের বিমান ক্রয়ের কথা ভাবছে এয়ার ইন্ডিয়া কতৃপক্ষ।
এর মধ্যে রয়েছে এয়ারবা এ৩৫০, বোয়িং ৭৮৭, বোয়িং ৭৭৭ -এর মতো বিমান। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্তকর্তা জানিয়েছেন, বিমান বরাতের জন্য চুক্তি চূড়ান্ত করার শেষ পর্যায়ে আলোচনা চলছে।
যদিও এ প্রসঙ্গে অনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি এয়ারবাস ও বোয়িংয়। মুখ খোলেনি টাটা গোষ্ঠীও।
জেবি/এসবি