যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ফুসফুস ক্যানসারের মুখে খাওয়ার ওষুধ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:০৩ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২


যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ফুসফুস ক্যানসারের মুখে খাওয়ার ওষুধ
এফডিএ

যুক্তরাষ্ট্রে ফুসফুস ক্যানসারের আক্রান্ত রোগীদের জন্য মার্কিন কোম্পানি মিরাতি থেরাপিটিক্সের ওষুধ অ্যাডাগ্রাসিবের অনুমোদন দিয়েছে দেশটির সরকারি নিয়ন্ত্রক সংস্থা ইউএস ফুডস অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।


মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এই অনুমোদন দিয়েছে এফডিএ। সংস্থাটির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মিরাতি থেরাপিটিএক্সের এই ওষুধটি ফুসফু ক্যানসারের প্রাথমিক প গুরুতর পর্যায়ে রোগীদের সুস্থতার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।


রয়টার্সকে এফডিএর এক কর্মকর্তা বলেন, ‘এফডিএর এ সংক্রান্ত পরীক্ষায় অ্যাডাগ্রাসিব বেশ সফলভাবেই উত্তীর্ণ হয়েছে,’


মিরতির শীর্ষ নির্বাহী ডেভিড মিক বলেন, এখন থেকে ‘ক্রাজাতি’ নামে যুক্তরাষ্ট্রের ওষুধের বাজারে নিয়মিতই পাওয়া যাবে এই ওষুধটি। খুচরা বাজারে ২০০ মিলিগ্রাম ওজনের ১৮০টি ট্যাবলেটের প্রতিটি বোতলের দাম পড়বে ১৯ হাজার ৭৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় বাংলা ২০ লাখ ৪৮ হাজার ৬৬৭ টাকা)।


জেবি/এসবি