তরুণদের জন্য ধূমপান নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২


তরুণদের জন্য ধূমপান নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড
২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না

সম্প্রতি নতুন এক আইন পাস করেছে নিউজিল্যান্ড। গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দেশটির পার্লারমেন্টে 'ধূমপানমুক্ত পরিবেশ আইন পাস হয়। আগামী বছর থেকে নতুন এই আইন কার্যকর হবে বলে জানা গেছে।


সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নতুন আইন অনুযায়ী, ২০০৮ সালের পরে জন্ম নেওয়া কেউ সিগারেট বা তামাকজাত দ্রব্য ক্রয় করতে পারবে না। এর ফলে প্রতিবছর সিগারেট বা তামাকজাত পণ্য কিনতে সক্ষম লোকের সংখ্যা কমতে থাকবে। আর এমন চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে ৪০ বছর বয়সীরা সিগারেট ক্রয়ের জন্য কম বয়সী থাকবে।


প্রতিবেদনে বলা বলা হয়েছে, আই পাসের আগেই বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল। তিনি বলেন, 'ধূমিপানমুক্ত ভবিষ্যতের দিকে আগ্রসর হতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে'


তিনি আরও বলেন, 'এই আইনের ফলে হাজার হাজার নিউজিল্যান্ড সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু হবে। স্বাস্থ্য খাতে ৩২০ কোটি ডলার খরচ বেঁচে যাবে।' 


জেবি/এসবি