চুনারুঘাট শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

সকালে স্থানীয় শহীদ মিনার ও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়
বিজ্ঞাপন
হবিগঞ্জের চুনারুঘাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন সকালে স্থানীয় শহীদ মিনার ও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি ছিলেন উপজলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, সৈয়দ মোতাব্বি আলী ও প্রেস ক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন প্রমুখ।
বিজ্ঞাপন