Logo

মতপার্থক্য ভূলে ধানের শীষের পক্ষে এক মঞ্চে বাঞ্ছারামপুর বিএনপি

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
১৮ নভেম্বর, ২০২৫, ২৪:১০
7Shares
মতপার্থক্য ভূলে ধানের শীষের পক্ষে এক মঞ্চে বাঞ্ছারামপুর বিএনপি
ছবি: সংগৃহীত

অবশেষে মতপার্থক্য ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বাঞ্ছারামপুরের বিএনপির পাঁচ নেতা ঐক্যবদ্ধ হয়ে সকল কর্মসূচি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপি রবিবার বিকেলে (১৭ নভেম্বর) ঢাকায় একটি রেস্টুরেন্টে ঘন্টাব্যাপী বৈঠক শেষে তারা একমত হন। উপজেলা বিএনপিকে রক্ষা করতে যাকেই ধানের শীষের প্রার্থী দেয়া হোক—সবাই মিলে এখন থেকে তার পক্ষেই কাজ করে যাবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির পাঁচ শীর্ষ নেতার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তারা একযোগে কাজ করার ঘোষণা দেন বলে জানান বৈঠকে অংশ নেয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিনজন সদস্যসহ মোট পাঁচজন যথাক্রমে এমএ খালেক পিএসসি (সাবেক এমপি), অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, কৃষিবিদ মেহেদি হাসান পলাশ (সভাপতি উপজেলা বিএনপি), ভিপি একেএম মুসা (সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি)।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ জানান, “আমরা পাঁচজন একত্রে বসে ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে যাকেই ধানের শীষের প্রতীক দেয়া হোক—তার পক্ষেই আমরা সকলে কাজ করব। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাই অঙ্গীকারবদ্ধ। সকল সভা সমাবেশ ঐক্যবদ্ধভাবে করব। শীঘ্রই আমরা বাঞ্ছারামপুরে বিশাল মহাসমাবেশ করার পরিকল্পনা করছি।”

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মতপার্থক্য ভূলে ধানের শীষের পক্ষে এক মঞ্চে বাঞ্ছারামপুর বিএনপি