Logo

বরিশালে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১৭ নভেম্বর, ২০২৫, ২৩:০৪
22Shares
বরিশালে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষ্যে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৮ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রবিউল ইসলাম। তিনি স্থানীয় জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। সংঘর্ষে গুরুতর আহত অপর আটজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহত রবিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষ্যে একটি পক্ষ মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যাকাণ্ডে রূপ নেয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বরিশালে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত