Logo

‘আমাকে খুঁইজেন না, আমি বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১৬ নভেম্বর, ২০২৫, ১৩:৩২
37Shares
‘আমাকে খুঁইজেন না, আমি বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’
ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক কলেজছাত্রী নিখোঁজ হওয়ার ছয় দিনেও তার কোনো সন্ধান মেলেনি। পরিবার দাবি করছে—ছাত্রীটি হয়তো অপহৃত হয়েছেন কিংবা কোনো অজানা পরিস্থিতিতে আটকা পড়েছেন।

বিজ্ঞাপন

তবে পুলিশের তদন্তে ভিন্ন ইঙ্গিত মিলেছে। তাদের মতে, শিক্ষার্থীটি স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে চলে গেছেন বলেই ধারণা করছে তারা।’

নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস, বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী। পরিবার জানায়, ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে কলেজে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও ব্যর্থ হওয়ায় পূজার ভাই রিমন দাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বোনের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। কোথাও থেকে কোনো তথ্যও পাচ্ছি না। খুবই উদ্বিগ্ন হয়ে আছি।

তবে তদন্ত শুরুর পরই পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক বার্তা আসে। বার্তায় লেখা ছিল, আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি। পুলিশ জানায়, বার্তা পাঠানোর পর নম্বরটি বন্ধ হয়ে যায় এবং আর চালু হয়নি, ফলে প্রযুক্তিগতভাবে ট্র্যাক করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, প্রাথমিক তথ্য বিশ্লেষণে মনে হচ্ছে পূজা স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে চলে গেছেন। তবে বিষয়টি অপহরণ নাকি স্বেচ্ছায় যাওয়া—এই দুই সম্ভাবনারই তদন্ত চলছে। তিনি বলেন, পরিবার তদন্তে কিছুটা অসহযোগিতা করছে, যা সত্যতা যাচাইয়ে পরিস্থিতিকে জটিল করছে। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পদ্ধতিতে মেয়েটির অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছি।

এদিকে পূজার পরিবার পুলিশের ধারণাকে মানতে নারাজ। তাদের দাবি, তাদের মেয়ে কোনোদিন এমন কাজ করতে পারে না। পরিবারের উদ্বেগ ও পুলিশের তদন্তে পাওয়া বিপরীত তথ্য মিলিয়ে ঘটনা এখনো ধোঁয়াশায় রয়ে গেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD