যশোরে সদ্য ভূমিষ্ট শিশুর মুখে ‘আল্লাহ, আল্লাহ’ ধ্বনি

যশোর শহরের মাতৃসেবা প্রাইভেট ক্লিনিকে সদ্য ভূমিষ্ট এক শিশুর মুখে ‘আল্লাহ, আল্লাহ’ ডাক শোনা গেছে। জন্মের তিনদিন পর রবিবার (১৬ নভেম্বর) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা শিশুটির দীর্ঘায়ু কামনা করে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আরিচপুর গ্রামের আল মামুনের স্ত্রী মোমেনা খাতুনকে মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে ডা. সোনিয়া শারমিন তার সিজারিয়ান অস্ত্রোপচার করেন। জন্মের সাথেই শিশুটি ‘আল্লাহ, আল্লাহ’ চিৎকার করতে থাকেন।
এ ঘটনায় অস্ত্রোপচার কক্ষে দায়িত্বরত চিকিৎসক ও সেবিকারা অবাক হন। রবিবার শিশুর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি এখন মানুষের মুখে মুখে।
বিজ্ঞাপন
মাতৃসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম জানান, সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নার মধ্যে ‘আল্লাহ,আল্লাহ’ ডাক যেন অলৌকিক ঘটনা। আল্লাহ শিশুটিকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুণ।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ ও মাওলানা আব্দুল গনি খান জানান, ভিডিওতে শিশুটির কান্নার আওয়াজের মাঝে স্পষ্টভাবে ‘আল্লাহ, আল্লাহ’ ডাক শোনা যাচ্ছে। মহান আল্লাহ সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক। তাঁর পক্ষে সকল কিছুই সম্ভব।








