কঙ্গোতে ভয়াবহ বন্যায় নিহত ১২০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৪৮ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২


কঙ্গোতে ভয়াবহ বন্যায় নিহত ১২০
বন্যা কবলিত এলাকা

মধ্য-অ্যাফ্রিকার দেশ কঙ্গোর রাজধানি কিনশাসায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতভর ভারি বর্ষ্ণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১২০ জনের প্রাণহানি হয়েছে। 


বুধবার (১৪ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দেড় কোটি জনসংখ্যার শহর কিনশাসার কেন্দ্রস্থলে প্রশান সড়কগুলোতে কয়েক ঘণ্টা জলমগ্ন ছিল। একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।


দেশটির প্রধানমন্ত্রী জিন-মিশেল সামা লুকোন্নেডর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় প্রাণহানির ঘটনায় বুধবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সরকার।


জেবি/এসবি