Logo

অল্পের জন্য বেঁচে গেলেন ভারতী!

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
11Shares
অল্পের জন্য বেঁচে গেলেন ভারতী!
ছবি: সংগৃহীত

মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় কমেডি তারকা ভারতী সিং। তবে এর জন্য তিনি মোটেও লাইট-ক্যামেরা-অ্যাকশেন থেকে দূরে থাকেননি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সাবধানে ...

বিজ্ঞাপন

মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় কমেডি তারকা ভারতী সিং। তবে এর জন্য তিনি মোটেও লাইট-ক্যামেরা-অ্যাকশেন থেকে দূরে থাকেননি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সাবধানে কাজ করে যাচ্ছেন।

তবে শুটিং সেটেই বড় দুর্ঘটনায় পড়তে গিয়েছিলেন তিনি।

সম্প্রতি ভারতীর একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন যে হর্ষ আজ তাকে বকাঝকা করেছে। কারণ তিনি সেটে পড়ে যেতে গিয়ে বেঁচে যান। এমনকি ভারতী যখন এই ভিডিওটি তৈরি করছিলেন, তখনও হর্ষ তাকে বকাঝকা করছিলেন।

বিজ্ঞাপন

ভিডিওতে হর্ষ ভারতীকে বকাঝকা করে বলছেন, পরের বার এভাবে হাঁটাচলা করলে মার খাবে। এসব চলবে না। ভিডিওতে ভারতীকে তার স্বামীর গালে আদর করে চুমু খেতে দেখা গেছে।

স্বামী হর্ষকে ধমক দেওয়ার পর ভারতী বলেন, তুমি আমাকে বকা দিয়েছ, এখন সরি বলো। হর্ষকে সরি বলতে না দেখে, ভারতী তার মজার স্টাইলে চিৎকার করে এবং হর্ষকে সরি বলতে বলে। তারপর হর্ষ সরি বলে ভারতীর গালে চুমু খায়।

বিজ্ঞাপন

ভারতী-হর্ষের এই ভিডিও দেখে স্তম্ভিত ভক্তরা। ভারতীকে নিজের যত্ন নিতে বলছেন প্রত্যেকে। এটি ভারতী সিং হর্ষের প্রথম সন্তান। প্রথম সন্তান নিয়ে বেশ

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD