বক্তব্য দিয়ে ১২ কোটি টাকা পেল বরিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২
প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পরেও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বিশ্বের বিভিন্ন দেশে এখনও বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পান।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রীত্ব হারানোর পরের তিন মাসে বিভিন্ন অনুষ্ঠানে শুধুমাত্র বক্তব্য দিয়ে ১২ লাখ ডলার সম্মানি পেয়েছেন বরিস। বাংলাদেশি মুদ্রার তুলনায় যা ১২ কোটি টাকারও বেশি।
এএফপিরে এক প্রতিবেদনে বলা হয়, বক্তৃতায় পটু জনসন এই কয়েক মাসে নিউইয়র্কের ব্যাংকারদের উদ্দেশ্যে, যুক্তরাষ্ট্রের ইনস্যুরেন্স কোম্পানির অনুষ্ঠানে, পর্তুগালে সংবাদমাধ্যম সিএনএনের আয়োজিত একটি কনফারেন্সে এবং ভারতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
তথ্য অনুযায়ী, প্রতিবার বক্তব্য দেওয়ার জন্য ২ লাখ ৬৭ হাজার ডলার থেকে ৩ লাখ ৪৪ হাজার ডলার পর্যন্ত সম্মানি পেয়েছেন বরিস জনসন।
এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও এখনো ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন সাধারণ সংসদ সদস্যের দায়িত্ব পালন করে যাচ্ছেন বরিস।