বেতন বাড়ানোর দাবিতে ব্রিটিশ নার্সদের ধর্মঘট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৪৭ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে যুক্তরাজ্য জুড়ে ধর্মঘটের দিয়েছেন হাসপাতলের নার্সরা। ১৯ শতাংশ বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশি সময় দুপুর ২টায় এ ধর্মঘটন শুরু করেন নার্সরা।
সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্যা জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের এক-চতুর্থাংশ হাসপাতাল ও উত্তর আয়ারল্যান্ডের সব বোর্ড এই ধর্মঘটে অংশ নিয়েছে। এছাড়া ওয়েলসের নার্সরাও এই ধর্মঘটে অংশ নিয়েছে।
ধর্মঘট চললেও জরুরি চিকিৎসাসেবা চলমান থাকবে। রুটিন চিকিৎসা ও পূর্বনির্ধারিত অস্ত্রোপচার বন্ধ থাকবে। এ বিষয়ে সরকারের পক্ষে এখন ১৯ শতাংশ বেতন বাড়ানো সম্ভব না।
জেবি/এসবি