মরক্কান-ফরাসি সমর্থকদের তুমুল সংঘর্ষ, নিহত ১


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৩২ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২


মরক্কান-ফরাসি সমর্থকদের তুমুল সংঘর্ষ, নিহত ১
ফ্রান্সের ও বেলজিয়ামে ফরাসি সমর্থকদের সাথে মরক্কান সমর্থকদের সংঘর্ষ

চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২ গোলে হেরে গিয়েছে মরক্কো। পরাজয়ের পরই মরক্কোর কিছু সমর্থকদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়ি চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে।


ফ্রান্সের ও বেলজিয়ামে ফরাসি সমর্থকদের সাথে মরক্কান সমর্থকদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। গাড়ি চাপায় মারা যাওয়া কিশোরও মরক্কোর সমর্থক।


জানা গেছে, ফান্সের দক্ষিণাঞ্চলীয় শহর রুয়ে দে লা মোসনে শহরের সড়কে একটি গাড়ি থেকে মরক্কান সমর্থকরা ফরাসি পতাকা ছিঁড়ে ফেলার সময় দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ১৪ বছর বয়সী এক কিশোরকে চাপা দেয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় সে। ওই কিশোরও মরক্কান সমর্থক।


জেবি/এসবি