ভারতে বিষাক্ত মদ খেয়ে প্রাণ গেল ২২ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:২১ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২


ভারতে বিষাক্ত মদ খেয়ে প্রাণ গেল  ২২ জনের
বিষাক্ত মদ

ভারতের বিহারে বিষাক্ত মদ খেয়ে অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে। এতে অসুস্থ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ খবর জানিয়েছ স্থানীয় কর্তৃপক্ষ। 


দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পূর্বঞ্চালীয় রাজ্য বিহারের দুটি গ্রামে এই প্রাণহানি ঘটনা ঘটে। ওই এলাকায়  মদ বিক্রি ও পান আইন করে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে গোপনে নিয়মবহির্ভূতভাবে তৈরি সস্তা মদের রমরমা কেনাবেচা হয়ে থাকে কালোবাজারে। এসব মদ পান করে প্রতিবছর কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।


সিনিয়র পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার বলেন, কর্তৃপক্ষ ওই এলাকায় অবৈধ মদের দোকান বন্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। সংবাদ সংস্থা  এএফপিকে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ১২ জনের বেশি মাদক কারবারিকে গ্রেফতার করেছি। আরও কয়েকজন আটক করেছি।


জেবি/এসবি