ইরানকে নারীবিষয়ক কমিটি থেকে বাদ দিল জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:১৭ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২
ইরানকে নারীবিষয়ক একটি পর্ষদ বাদ দিয়েছে জাতিসংঘ। দেশটিতে চলমান বিক্ষোভ-আন্দোলন দমনের জেরে এই পর্ষদ থেকে তাদের বাদ দেওয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।
গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) ইরানের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন থেকে ইরানকে বাদ দেওয়ার প্রস্তাবে ভোট দেয় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) ৫৪টি সদস্যরাষ্ট্র।
২৯-৮ ভোটে প্রস্তাবটি পাস পায়। ১৬টি দেশ এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রে দূত থমাস গ্রিনফিল্ড সামাজিকমাধ্যম টুইটারে লিখেছেন, 'জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন থেকে ইরানকে সরিয়ে দিতে ভোট দিয়েছে।'
তিনি আরও লেখেন, 'ইরানের নারী ও অধিকারকর্মীরা আমাদের এটি করতে বলেছিলেন, আমরা আজ এটি করতে পেরেছি।' এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ইরান।
জেবি/এসবি