ফ্রান্সে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, ৫ শিশুসহ ১০ জন নিহত


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:৩৮ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২২


ফ্রান্সে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, ৫ শিশুসহ ১০ জন নিহত
ফ্রান্সে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

ফ্রান্সের লিওন শহরের কাছে ভলক্স এন ভেলিনে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সরকার।


শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভলক্স-এন-ভেলিনের ভবনটির সাত তলা ব্লকে আগুন লাগে।মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও অজানা।


নিহত শিশুদের সবার বয়স তিন থেকে ১৫ বছরের মধ্যে বলে জানায় কর্তৃপক্ষ।    সূত্র: বিবিসি