মালেশিয়ায় ভুমিধসে নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২২
মালেশিয়ার সেলাঙ্গর রাজ্যে ভয়াবহ ভূমি ধসে অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। এতে আরও ১২ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সেলাঙ্গর রাজ্যের বাতাং কলি শহরের অদূরে পার্বত্য এক ক্যাসিনো রিসোর্টের কাছে অবস্থিত একটি খামারে এ ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৭০০ কর্মকর্তা অনুসন্ধান ও উদ্ধার কাজে নিয়োজিত আছেন।
দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক পেজে নিহতদের প্রতি সমাবেদনা এবং নিখোজদের বেঁচে থাকার জন্য দোয়া করেছেন
জেবি/এসবি