দুবাইয়ের আকাশে 'ড্রোন-নৃত্য'!


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:১৬ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২


দুবাইয়ের আকাশে 'ড্রোন-নৃত্য'!
ড্রোন-নৃত্য

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে শপিং ফেস্টিভাল চলছে। আর সেই উৎসবকে রাঙাতে দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে ড্রোম-নৃত্যের। দুবাইয়ের আকাশে দুই জায়গা থেকে উপযোগ করা যাচ্ছে ড্রোনের এই কারুকাজ।


বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) থেকে শুর হওইয়া এই ড্রোন চলবে আগামী জানুয়ারি মাসের ২৩ তারিখ পর্যন্ত।


ব্লুওয়াটার ও দ্য বিচ থেকে সরাসরি ইয়পভোগ করা যাচ্ছে এই ড্রোনের প্রদর্শনী। 


প্রায় দেড় মাস ধরে চলা দুবাই শপিং  ফেস্টিভালে ইংরেজি নববর্ষ উদযাপনে থাকছে বিশেষ আয়োজন। থাকছে লাইভ কনসার্ট, সেখানে বিশ্ববরেণ্য সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন।


জেবি/এসবি