ইউক্রেনে ৭০ ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:১২ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২
ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এদিন ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। হামলার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের বিদ্যুৎ সংযোগ।
কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ক্রিভি রিহ-তে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানলে তিনজন নিহত হয়েছে এবং দক্ষিণে খারসনে গোলাগুলিতে আরেকজন নিহত হয়েছে।
অধিকৃত পূর্ব ইউক্রেনে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের গোলাবর্ষণে ১২ জন নিহত হয়েছে।
এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার কাছে আরও বেশ কয়েকটি ব্যাপক হামলার জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি পশ্চিমা মিত্রদের আরও উন্নতবিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।