ইরাকে বোমা বিস্ফোরণ, ৮ পুলিশ কর্মকর্তা নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৪০ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২


ইরাকে বোমা বিস্ফোরণ, ৮ পুলিশ কর্মকর্তা নিহত
ঘটনাস্থলে পুলিশ

ইরাকের উত্তর-মধ্যাঞ্চলের কিরকুকে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ কর্মকর্তার প্রাণহানি হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে।


এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে ঐ এলাকাটিকে সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) তৎপরতা রয়েছে।


ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিলো।


প্রায় ৫ বছর আগে ১০১৭ সালে তাঁদের হাটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী।


কিন্তু আইএসআইএলের সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলো ইরাকের সরকারি বাহিনী। এরপর এর নিয়ন্ত্রণ নেয় কুর্দি আঞ্চলিক সরকার।


জেবি/এসবি