হারের পর ফ্রান্সে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২


হারের পর ফ্রান্সে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
হারের পর ফ্রান্সে বিক্ষোভ- ছবি: এএনআই

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ করেছেন সমর্থকরা। তাদের সামলাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।


এমন খবর জানিয়েছেন ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।


প্রতিবেদনে বলা হয়, ফুটবল বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এমন পরাজয় মানতে পারছেন না ফ্রান্সের সমর্থকরা। রাতে তাই প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ করে তারা। উত্তেজিত ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।


ফ্রান্স সরকার ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনও শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি। ফলে সবাই এক জায়গায় জড়ো হয়ে বড়পর্দায় খেলা দেখা হয়নি।