থাইল্যান্ডের নৌবাহিনীর জাহাজ ডুবে নিখোঁজ ৩১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২২
থাইল্যান্ডের উপসাগরে নৌ- বাহিনী একটি জাহাজ ডুবে এখনও নিখোঁজ রয়েছেন ৩১ জন। ঘটনা স্থল থেকে সোমবার (১৯ ডিসেম্বর) হেলিকপ্টারের মাধ্যমে ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।
সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ঝড়ো বাতেস ‘এইচটিএমএস সুখোথাই’ রণতরীর বিদ্যুৎ ব্যবশা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সেটি ডুবে যায়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে যায়। পুরো জাহাজ দ্রুত প্লাবিত হাওয়ায় 'পাওয়ার রুমে' শর্ট সার্কিট হয়। একপর্যায়ে জাহাজটিতে ডুবে যায়। এখন পর্যন্ত কোনো প্রাণহানি হয়নি।
জেবি/এসবি