কানাডায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ গেল ৫ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২২
কানাডার রাজধানী টরন্টোতে আবাসিক ভবনে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ হামলায় ৫ জন নিহত ও আরও একজন আহত হয়েছেন।
আঞ্চলিক পুলিশের প্রধান জিম ম্যাকসুইন গণমাধ্যমকে জানান, আইন প্রয়োগকারী সংস্থার সাথে গুলি বিনিময়ের পরে সন্দেহভাজন ব্যক্তিও মারা যায়।
ম্যাকসুইন জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য ও বন্দুকধারী ওই ভবনের বাসিন্দা কিনা সে বিষয়ে তার কাছে বিশদ বিবরণ নেই। অন্টারিওর স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট এবিষয়ে তদন্ত করছে বলে জানান তিনি।
পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি। ঘটনার পরপরই পুরো ভবনটি খালি করেছিলো।
সূত্র: এপি