মেসির জন্ম আসামে!
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৫৬ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২২
দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ান হলো মেসির দেশ আর্জেন্টিনা। পুরো বিশ্বের অভিনন্দনে ভাসছে মেসি। তার অসংখ্য ভক্তরা টুইটারে জানাচ্ছেন শুভেচ্ছা।
এমনই শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের কংগ্রেস এমপি আব্দুল খালেক। টুইটারে তিনি দাবি করেন, 'মেসির জন্ম আসামে'। পরে অবশ্য বিতর্কের মুখে টুইটটি ডিলিট করে ফেলেন তিনি।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আব্দুল খালেক মেসিকে অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন,'আমরা তোমার আসাম-যোগের জন্য গর্বিত'।
এরপর মেসির 'আসাম-যোগ' সম্পর্কে আদিত্য শর্মা নামে এক টুইটার ব্যবহারকারী জানতে চাইলে উত্তরে আব্দুল খালেক লেখেন, মেসির জন্ম আসামে। প্রকৃতপক্ষে আর্জেন্টিনার রোজারিওতে'।
টুইটটি সামনে আসতেই চারদিকে হইচই শুরু হয়ে যায়। ভুল বুঝতে পেরে কিছুক্ষণ পর টুইট ডিলিট করে দিলেও থামেনি বিতর্ক। একজন এমপির এমন ভুল তথ্য নিয়ে নেট দুনিয়ায় হইচই শুরু হয়। শুরু হয়ে যায় ট্রোলিং।
জেবি/এসবি